AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে যানজট মুক্ত হলো বেইলি ব্রিজ: হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান



ফরিদপুরে যানজট মুক্ত হলো বেইলি ব্রিজ: হকার উচ্ছেদে প্রশাসনের অভিযান

ফরিদপুর শহরের ব্যস্ততম বেইলি ব্রিজটি যানজট মুক্ত করতে পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কোতোয়ালি থানা পুলিশ ও হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ব্রিজটি জনগণের চলাচলের উপযোগী করা সম্ভব হয়।

জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “প্রশাসন ও বাজার কমিটির তৎপরতা থাকলে এই ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল সম্ভব, না হলে এটি হাঁটার অযোগ্য হয়ে পড়ে।”

প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করে, কিন্তু দীর্ঘদিন ধরে হকার, ভ্রাম্যমাণ দোকান, এমনকি বেওয়ারিশ কুকুরের কারণে সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন। ব্রিজের অর্ধেক জুড়ে হকারদের দখলের ফলে প্রায়ই সৃষ্টি হতো যানজট, ঘটত ইভটিজিং ও পকেটমারের মতো ঘটনাও।

এই পরিস্থিতির অবসান ঘটাতে পুলিশ ও বাজার কমিটি যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান, এসআই রেজাউলসহ অন্যান্য পুলিশ সদস্যরা। উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ বাজার কমিটির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান লাভলু, সহ-সভাপতি এমএম মুসা, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু ও কোষাধ্যক্ষ আব্দুল জব্বার খান।

বক্তারা জানান, এই ব্রিজটিকে যানজট ও অব্যবস্থাপনা মুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে। একইসঙ্গে সচেতন মহল এবং সাধারণ মানুষ ব্রিজটির জরুরি মেরামত কিংবা পূর্ণাঙ্গ পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Shwapno
Link copied!