চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা (৭০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) রাতে উপজেলার হলমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
গ্রেপ্তারকৃত নজমুল কবির মুক্তা উপজেলার দাদনচক এলাকার মৃত মবিন উদ্দিন আহমেদ টুলু মিয়ার ছেলে।
ওসি গোলাম কিবরিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে হলমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার (অপারেশন ঈগল হান্ট) এজাহারভুক্ত আসামি।
আসামিকে আগামীকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
একুশে সংবাদ/ চাঁ.প্র /এ.জে