মানিকগঞ্জের সিংগাইরে জনৈক মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে । গত বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে ।
শনিবার (২৪ মে) দুপুরে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শোল্লা গ্রামের এক কিশোরী সিংগাইর উপজেলা সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে নানী বাড়ি থেকে মাদরাসায় পড়াশুনা করতেন । একই গ্রামের মো. সেলিম হোসেন (২৩) নামের এক যুবক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে ভিকটিম তার নানীকে জানায় | এদিকে কিশোরী অসুস্থ হলে মুহূর্তে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় । পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন । বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জোড় চেষ্টা চলছে।
একুশে সংবাদ/ মা.প্র /এ.জে