ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হানিফ শিকদার (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শনিবার (২৪ মে) ভোররাতে রাত ৩টা ২০ মিনিটে উপজেলার কলানিধি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ঝালকাঠি জজ কোর্টের এপিপি ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান শিকদারের পিতা এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের বড় ভগ্নিপতি ছিলেন।
তার মৃত্যুতে ঝালকাঠি জেলা বিএনপি, কুশঙ্গল ইউনিয়ন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবী মহলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।
একুশে সংবাদ/ঝা.প্র /এ.জে