মাগুরার শ্রীপুরে কুমার নদে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রিমন হোসেন (১৫) নামে এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। নিহত রিমন উপজেলার সারঙ্গদিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শনিবার (২৪ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টির নতুন পানিতে শখ করে মাছ ধরতে যায় রিমন ও তার বন্ধুরা। একপর্যায়ে নদীর বালিকাটার একটি গভীর গর্তে পা ফসকে পড়ে যায় সে। সাঁতার না জানায় এবং পরনে ট্রাউজার থাকার কারণে সে আর উঠতে পারেনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পানিতে নেমে দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালায়।
প্রায় আড়াই ঘণ্টার তল্লাশির পর রিমনের নিথর দেহ উদ্ধার করা হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, “নদী থেকে মরদেহ উদ্ধারের পর তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”
একুশে সংবাদ/ মা.প্র /এ.জে