পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত হাজিরহাট বাজার জোরপূর্বক দখলের পায়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী এই বাজারটিতে প্রায় ৫০টি দোকান রয়েছে।
স্থানীয়রা জানান, বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদীন চৌকিদারের পুত্র হানিফ চৌকিদার (৫০) জালিয়াতির মাধ্যমে বন্দোবস্তের নকল কাগজপত্র তৈরি করে বাজারটি দখলের চেষ্টা চালাচ্ছেন।
বড়শিবা হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদা বেগম বলেন,“এই বাজারটি প্রায় ৪০ বছরের পুরনো। হানিফ চৌকিদার বহু বছর ধরে ভুয়া কাগজ তৈরি করে এটি দখল করার চেষ্টা করছেন। আমরা গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা বরাবর অভিযোগ করলে তিনি তদন্ত করে জানান, হানিফ চৌকিদারের নামে কোনো বন্দোবস্তের ফাইল উপজেলা ভূমি অফিসে নেই।”
রাশিদা বেগম আরও জানান, বিষয়টি বরিশাল দিয়ারা সেটেলমেন্ট অফিসেও জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৩ মে (শুক্রবার) দুপুর ১২টায় বরিশাল দিয়ারা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম সরেজমিন তদন্ত করতে আসেন।
সরেজমিনে তিনি সাংবাদিকদের বলেন,“হাজিরহাট বাজারে ৪০ থেকে ৫০টি দোকান রয়েছে, যেখানে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করে আসছে।”
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা বাজারটিকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/প.প্র /এ.জে