উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে গতকাল পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টি না থাকলেও উপকূলীয় অনেক এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সাগর কিছুটা উত্তাল হয়েছে। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই পটুয়াখালীর পায়রা বন্দরসহ দেশের সকল সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদ চলাচল করার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
একুশে সংবাদ/প.প্র /এ.জে