AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে কৃষিজমির মাটি লুট: মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:০৯ পিএম, ২৩ মে, ২০২৫

লৌহজংয়ে কৃষিজমির মাটি লুট: মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামে কৃষিজমির উপরের মাটি অনুমোদনহীনভাবে কেটে ভরাট করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ইমরান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারার অধীনে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা:

  • রোমান মৃধা (৩৩) — ৩ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।

  • হাসিব (১৮) — ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড।

  • মুন্না আলম (১৮) — ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড।

অভিযান চলাকালে বানিয়াগাঁও গ্রামে একাধিক ব্যক্তি অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কেটে ভরাটের কাজ করছিলেন।现场 থেকে তাদের হাতে-নাতে আটক করে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন,“সরকার কৃষিজমি রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং দীর্ঘমেয়াদে জমি বিলীন হয়ে যায়।”

তিনি আরও জানান, ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 


একুশে সংবাদ/মু.প্র /এ.জে
 

Link copied!