AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে পুলিশের গাড়ি দেখেই গরু রেখে পালাল চোর


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৭:৫৫ পিএম, ২২ মে, ২০২৫

আদমদীঘিতে পুলিশের গাড়ি দেখেই গরু রেখে পালাল চোর

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বগুড়ার আদমদীঘি থানা পুলিশের রাত্রীকালিন টহল টিমের পাশাপাশি ওসি নিজেও রাতভর ছুটে চলেন আদমদীঘি থানার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত । তার এই অক্লান্ত পরিশ্রমের কারণে দুষ্কৃতকারীরা আতঙ্কে থাকে। ফলে দিন দিন কমছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো উপজেলার ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় তার গাড়ির শব্দ শুনতে পেয়ে চোরাই দুইটি গরু রেখে পালিয়ে যায় চোরেরা। ছাতিয়ানগ্রামের মৎস্য চাষী হাসিবুল ইসলাম শাকিল বলেন, ‘ওসি স্যার তার গাড়ি নিয়ে প্রায় রাতেই আমাদের ছাতিয়ানগ্রামে টহল দেন। আগে কোনো ওসি স্যারকে আমরা রাতে টহল দিতে দেখিনি। তার এই টহল দেওয়া দেখে চোর, ডাকাত ও ছিনতাইকারিদের উৎপাত আগের চেয়ে অনেকটাই কমেছে। বুধবার রাতে পুকুরে খাবার দিতে যাওয়ার সময় তার সাথে আমার দেখা হয়। এর কিছুক্ষণ পর তিনি ছাতিয়ানগ্রাম হঠাৎপাড়ার লাল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমের দুইটি গরু উদ্ধার করেন।’

গরু ফিরে পেয়ে মনোয়ারা বেগম ওসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা ঘুমিয়ে যাওয়ার পর বাড়ির গোয়াল থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল চোরের দল। এরপর গরুগুলো নিয়ে ছাতিয়ানগ্রাম-তিলকপুর পাকা সড়কে আসার পর ওসি স্যারের গাড়ির শব্দ শুনে তারা গরুগুলো রেখেই পালিয়ে যায়। চুরি যাওয়ার কয়েক মিনিটের ব্যবধানে গরুগুলো উদ্ধার করে দেওয়ায় থানা পুলিশের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য রাত্রীকালিন টহল টিমের পাশাপাশি আমি নিজেও প্রায় প্রতিদিন রাতে থানা এলাকার কোথাও না কোথাও টহল দিই। সেই ধারাবাহিকতায় ছাতিয়ানগ্রামে টহল দেওয়ার সময় দুইটি গরু উদ্ধার করতে সক্ষম হলেও চোরের দল পালিয়ে যায়।
 

 

একুশে সংবাদ/ব.প্র /এ.জে

Link copied!