AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন



কেন্দুয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জামতলা মোড় হতে বেঁজগাতি ব্রীজ পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের জন্য মানববন্ধন করেছেন এলাকাবাসী।  

 

বুধবার (২১ মে) সকালে ৪ গ্রামের এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী মানববন্ধনে তাদের বক্তব্যে কাঁচা রাস্তাটি অতি দ্রুত পাকা করার জন্য দাবি জানান।

 

সরেজমিনে গিয়ে দেখা যায় ২ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কের বেহাল দশায় জনচলাচলে চরম ভোগান্তিতে পড়েছে  এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকরা। এ সড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।

 

বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সড়কটি পাকা না করায় স্থানে স্থানে বৃষ্টিতে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

স্থানীয় জনগণ জানায়, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার শত শত মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের বেশ কিছু স্থানে মাটিতে  গর্ত সৃষ্টি হওয়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সড়কটি দ্রুত পাকা করণের  দাবি জানান তারা।


একুশে সংবাদ////র.ন

Link copied!