নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জামতলা মোড় হতে বেঁজগাতি ব্রীজ পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণের জন্য মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (২১ মে) সকালে ৪ গ্রামের এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী মানববন্ধনে তাদের বক্তব্যে কাঁচা রাস্তাটি অতি দ্রুত পাকা করার জন্য দাবি জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায় ২ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কের বেহাল দশায় জনচলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকরা। এ সড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।
বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সড়কটি পাকা না করায় স্থানে স্থানে বৃষ্টিতে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় জনগণ জানায়, এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীসহ এলাকার শত শত মানুষ আসা-যাওয়া করে। এ সড়কের বেশ কিছু স্থানে মাটিতে গর্ত সৃষ্টি হওয়ায় বেশিরভাগ গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে থাকে। সড়কটি দ্রুত পাকা করণের দাবি জানান তারা।
একুশে সংবাদ////র.ন