AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত



চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় মারা গেছে আরও তিনটি গরু। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

নিহতরা হলেন—সদর উপজেলার চরমোহনপুর গ্রামের মেঘু মণ্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মৃত বিশু হাজির ছেলে তাজবুল ইসলাম (৪৭) এবং ছত্রাজিতপুর ইউনিয়নের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৬৫)।

স্থানীয় এলাকাবাসী, নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে জেলাজুড়ে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ব্যাপক বজ্রপাত শুরু হয়।

এই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন খাইরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর মাঠে গরু চরানোর সময় বজ্রপাতের শিকার হয়ে মারা যান শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের তাজবুল ইসলাম। একই ঘটনায় তার সঙ্গে থাকা তিনটি গরুও মারা যায়।

এ ছাড়া শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ এলাকায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান জালাল উদ্দিন।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!