কেশবপুর উপজেলার বেলোকাটি গ্রামে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। সে গড়ভাঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা একজন ভাঙ্গাড়ী ব্যবসায়ী।সোমবার(১৯ মে) সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এলাকার লম্পট সোহরাব মোড়ল (৫৮) জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় ২০ মে কেশবপুর থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে ওই ছাত্রীর পিতা কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে যান এবং তার মা পার্শ্ববর্তী বাড়িতে কাজে যান। সেই সুযোগে বেলোকাটি গ্রামের সোহরাব মোড়ল ওই ছাত্রীকে ঘরের বারান্দা হতে জোরপূর্বক ঘরের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে সোহরাব মোড়ল পালিয়ে যায়। পরে ওই ছাত্রী বিষয়টি তার মায়ের কাছে খুলে বলে।
মঙ্গলবার সকালে ছাত্রীর পিতা বাদী হয়ে সোহরাব মোড়লের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩।
এই বিষয় জানতে চাইলে কেশবপুর থানার ওসি আনোরায় হোসেন জানান এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে