AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী নার্সিং কলেজে শিক্ষক সমাবেশ


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:০৬ পিএম, ২০ মে, ২০২৫

শিক্ষার্থীদের নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহী নার্সিং কলেজে শিক্ষক সমাবেশ

বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের নামে নৈরাজ্য, শিক্ষকদের প্রতি অশালীন আচরণ ও মিথ্যা বক্তব্য প্রদানের প্রতিবাদে রাজশাহী নার্সিং কলেজে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ক্যাম্পাসে এই প্রতিবাদ সভার আয়োজন করে রাজশাহী নার্সিং ও মিডওয়াইফারি টিচার্স অ্যাসোসিয়েশন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক ড. শরিফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কলেজের প্রভাষক আখতারা বেগম।

এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন, সাধারণ সম্পাদক ও প্রভাষক মনিরুল হাসান, প্রভাষক ঝর্না খানমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত ১২ মে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন আদেশে ডিপ্লোমাধারী নার্সদের শিক্ষক হওয়ার সুযোগ বাতিল করা হয়েছে, যা স্পষ্টতই বৈষম্যমূলক। তারা বলেন, “আমরা ডিপ্লোমা, এপিএস, বিএসসি, মাস্টার্স ও পিএইচডি পর্যন্ত করেছি, তবুও আমাদের অযোগ্য বলা হচ্ছে—এটা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক।”

বক্তারা আরও জানান, গত ১৩ মে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় তারা শিক্ষকদের কক্ষে তালা মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। “আমরা চাই, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পেছনে ফেলে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার সম্পর্ক স্নেহ, শ্রদ্ধা ও মর্যাদার ভিত্তিতে পুনঃস্থাপন হোক,” বলেন তারা।

তারা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীরা মৌখিকভাবে ‍‍`শাটডাউন‍‍` প্রত্যাহার করলেও তা এখনও গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রমে ফেরার ক্ষেত্রে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

বক্তারা বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা নিয়ে কাজ করি। তাদের কাছ থেকেও একই রকম সম্মান ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আমরা চাই, শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করুক, তাহলে স্বাভাবিকভাবে একাডেমিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

 

একুশে সংবাদ/ রা.প্র/এ.জে

Link copied!