AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে বাশা ফাউন্ডেশনের কর্মীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন



কোটচাঁদপুরে বাশা ফাউন্ডেশনের কর্মীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন

গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাশা ফাউন্ডেশনের এক কর্মী রাজু আহম্মেদ (৩০)। বৃহস্পতিবার বিকেলে কোটচাঁদপুর পৌর এলাকার নিজ শোবার ঘরে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

বাশা ফাউন্ডেশনের সহকর্মী শামীম রেজা জানান, “রাজু দেড় বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে। সম্প্রতি তার বিরুদ্ধে ফাউন্ডেশনের কিছু টাকা তছরুপের অভিযোগ ওঠে। এ নিয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে তার ওপর চাপ ছিল। বৃহস্পতিবার সে ফিল্ড থেকে ফিরে আসার পর ম্যানেজার স্যার তাকে বিষয়টি জিজ্ঞেস করেন। এরপর রাজু অফিস থেকে বের হয়ে নিজ ঘরে গিয়ে গলায় রশি দেন। পরে আমরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পাই সে ঝুলে আছে। তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।”

তবে ঘটনার পেছনে ভিন্ন কারণ দেখিয়েছেন রাজুর পরিবার। রাজুর বাবা রজব আলী বলেন, “আমার ছেলের পারিবারিক জীবনে কিছু সমস্যা চলছিল। স্ত্রী-সংসার নিয়ে মানসিক চাপে ছিল সে। ফাউন্ডেশনের টাকার ব্যাপারে আমি কিছুই জানি না।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ফাউন্ডেশনের টাকা তছরুপের অভিযোগে রাজুকে কয়েকদিন ধরে অফিসে আটকে রেখে চাপ দেওয়া হচ্ছিল। মানসিক চাপে রাজু এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে ধারণা করছেন অনেকে।

ঘটনার বিষয়ে বাশা ফাউন্ডেশনের ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, “রাজুকে কেউ আটকে রাখেনি। তবে তার বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ রয়েছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।”

পরিবার ও ফাউন্ডেশনের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা থাকায় রাজুর আত্মহত্যার চেষ্টাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি না, তা জানা যায়নি।

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!