গার্ল গাইডস অ্যাসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন গার্ল গাইডস জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকলিমা বেগম এবং সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস কমিশনার ঝুলন রানী দেব। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসাইন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলার কমিশনার নুরজাহান সূয়ারা, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার) এবং মৌলভীবাজার জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাধুরী মজুমদার।
সভায় আরও উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, গার্ল গাইডস জুড়ী উপজেলা শাখার কোষাধ্যক্ষ হোসনারা বেগম, দক্ষিণ জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূঁইয়া, উত্তর জাঙ্গিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ভৌমিক, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি দত্ত দাশ, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিতা দাশ এবং কে.বি. এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া বেগম।
এছাড়াও গার্ল গাইডস সদস্য রেহানা বেগম, অনামিকা কর্মকার, ফজিলাতুন্নেছা, অনুরাধা দে প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদ্যালয় পর্যায়ে গার্ল গাইডস কার্যক্রমের সম্প্রসারণ, শিশুদের নৈতিক শিক্ষা ও নেতৃত্বগুণ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। ‘হলদে পাখি’ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে গার্ল গাইডস কার্যক্রমকে আরও কার্যকর ও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে