AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় নারিকেলের পরিত্যক্ত মালা থেকে তৈরি হচ্ছে আকর্ষণীয় হস্তশিল্প



চুয়াডাঙ্গায় নারিকেলের পরিত্যক্ত মালা থেকে তৈরি হচ্ছে আকর্ষণীয় হস্তশিল্প

ফেলে দেওয়া নারিকেলের মালা এখন শুধুই বর্জ্য নয়—এটি হয়ে উঠেছে পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির একটি সম্ভাবনাময় উপকরণ। আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন চুয়াডাঙ্গার তরুণ উদ্যোক্তা খালিদ বিন ওয়ালিদ। তার উদ্যোগে তৈরি হচ্ছে প্রায় ২৫০ ধরনের হস্তশিল্পজাত পণ্য, যা দেশের বাজারে চাহিদা পূরণের পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে।

চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়িপাড়ার বাসিন্দা খালিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন। সেখানে পড়ার সময় ‘পরিবেশ রসায়ন’ বিষয়টি তার বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তখন থেকেই তিনি চিন্তা করতে থাকেন পরিবেশবান্ধব কিছু করার বিষয়ে। গবেষণা, তথ্য সংগ্রহ ও পর্যালোচনার মধ্য দিয়ে তিনি ঠিক করেন নারিকেলের মালা দিয়েই তৈরি করবেন পরিবেশবান্ধব পণ্য।

এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘রোদো হ্যান্ডিক্র্যাফটস’ নামের একটি কারখানা। শুরুতে যশোর ও খুলনা থেকে ১৫ টাকা কেজি দরে নারিকেলের মালা কিনে এনে হাতে ও মেশিনে তা প্রক্রিয়াজাত করা হয়। এরপর সেগুলো দিয়ে তৈরি করা হয় ল্যাম্প শেড, সাবানদানি, পাখির বাসা, শোপিস, গহনা, লবণ রাখার পাত্র, নৌকা, কলমদানি, কেটলি, হারিকেন, কাপ, চামচ, ওয়ালম্যাটসহ নানাবিধ পণ্য।

কারখানায় এখন প্রতিদিন কাজ করেন ৮-১০ জন কারিগর ও সহকারী। একজন দক্ষ কারিগর প্রতিদিন তৈরি করতে পারেন ৩-৪টি পণ্য। প্রতিটি পণ্যের বিক্রয়মূল্য ১০০ থেকে ৮০০ টাকার মধ্যে। পণ্যগুলোর সৌন্দর্য, টেকসই গুণমান এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে দেশে ব্যাপক চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়—জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও প্রতিমাসে ৪০-৫০ হাজার টাকার পণ্য রপ্তানি হচ্ছে।

এই উদ্যোগ শুধু পণ্য উৎপাদনেই সীমাবদ্ধ নয়, সৃষ্টি করেছে কর্মসংস্থানেরও সুযোগ। কারিগর প্রশিক্ষণের জন্য চুয়াডাঙ্গার আলামিন হোসেনকে বিভিন্ন জেলায় প্রশিক্ষণ পাঠানো হয় এবং ইউটিউব থেকেও শেখা হয় নতুন নতুন ডিজাইন।

কারখানার ব্যবস্থাপক সবুজ সাবিদ বলেন, "বিভিন্ন জেলা থেকে পাইকাররা সরাসরি এসে পণ্য সংগ্রহ করেন। আবার অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে পণ্য কিনছেন।"

উদ্যোক্তা খালিদ বিন ওয়ালিদ বলেন, "আমার লক্ষ্য শুধু ব্যবসা নয়—পরিবেশ রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি করাই মুখ্য উদ্দেশ্য।"

চুয়াডাঙ্গা জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, “এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবহারের মাধ্যমে যেভাবে কুটিরশিল্প গড়ে তোলা হয়েছে, তা অন্যদের জন্যও অনুপ্রেরণা।”

চুয়াডাঙ্গা বিসিকের উপ-ব্যবস্থাপক মো. এবিএম আনিসুজ্জামান বলেন, "রোদো হ্যান্ডিক্র্যাফটস একটি ব্যতিক্রমী উদ্যোগ। বিসিক তাদের সব ধরনের সহায়তা দেবে এবং বাজারজাতকরণেও সহযোগিতা করবে। আমি নিজে কারখানাটি পরিদর্শন করেছি, সত্যিই অসাধারণ কাজ হচ্ছে এখানে।"

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

Link copied!