নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলার মোগরাকুল মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে চক্ষু সেবা দেওয়া হয়।
এই আয়োজনটি করে তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, আর সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। ক্যাম্পে রোগীদের চোখের ছানি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা ও ওষুধ বিতরণ, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং অপারেশনের জন্য বাছাইসহ হাসপাতাল পর্যন্ত যাতায়াতের ব্যবস্থাও রাখা হয়।
চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের মেডিকেল টিমের সদস্য ডা. খালেদ ইরফান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন তারাব পৌর ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি খন্দকার আল-আমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব লায়ন মো. মোজাম্মেল হক ভূঁইয়া, মশিউর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, অ্যাডভোকেট ইসরাফিল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে দরিদ্র মানুষের জন্য চিকিৎসা গ্রহণ অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে চক্ষু সমস্যায় ভোগা মানুষের জন্য বিনামূল্যে এই সেবা কার্যক্রম চালানো হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।
তারা আরও জানান, এটি দ্বিতীয়বারের মতো আয়োজিত উদ্যোগ এবং ভবিষ্যতে রূপগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকায় এ ধরনের সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে