সাভারের আশুলিয়ায় পার্কিং করে রাখা একটি লাব্বাইক পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ মে) রাত ১১টা ৫০ মিনিটে নতুন ডিইপিজেড এলাকার সামনে বাসটিতে আগুন লাগে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ জানান, রাত ১১টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, পার্কিংয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন লাগায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি।
ঘটনাস্থলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে