শেরপুরের নকলায় অবৈধভাবে নকল প্রসাধনী তৈরি এবং কোনো অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি কারখানাকে সিলগালা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৮ মে) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত নকলার গড়েরগাঁও পিছলাকুড়ি এলাকায় ‘পলিন কসমেটিকস অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় আনোয়ার হোসেন পলিনের মালিকানাধীন প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নকল বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৭টি প্রসাধনী উৎপাদন করে আসছিল। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও নকলা থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র, অনুমোদন বা মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়া যায়নি। পাশাপাশি বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে জনস্বার্থে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
সহকারী কমিশনার শেখ তাকী তাজওয়ার বলেন, “এই কারখানায় দীর্ঘদিন ধরে যেসব নকল প্রসাধনী তৈরি হচ্ছিল, তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/ শে.প্র/এ.জে