AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লৌহজংয়ে সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করায় অর্থদণ্ড


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৭:৩৮ পিএম, ১৮ মে, ২০২৫

লৌহজংয়ে সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করায় অর্থদণ্ড

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় প্রধান সড়কের উপর অবৈধভাবে বাস-গাড়ি পার্কিং করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা প্রশাসন।

এ সময় ৫ জনকে দোষী সাব্যস্ত করে অপরাধ বিবেচনা করে শাস্তি স্বরূপ জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ প্রদান করা হয়।

রবিবার সকালে উপজেলার ঘোলতলী বাজার এলাকায় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট লৌহজং, মুন্সীগঞ্জ- আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় নিম্নোক্তদের আটক করা হয় এবং জরিমানা করা হয়।

অভিযানের সময় অপরাধের কারণে যাদেরকে শাস্তির আওতায় আনা হয় তারা হলেন- ১। মো. মাসুদ রানা, পিতা-রাজ্জাক বেপারী, সাং-খেতেরপাড়া, লৌহজং, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড। ২। মো. শাকিল, পিতা-মো. আবু তাহের মোল্লা,সাং-সুন্দিসার, লৌহজং, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড। ৩। মো. সাদ্দাম, পিতা-মৃত তাহাজদ্দিন শেখ, সাং-মশদগাও, লৌহজং, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড। ৪। মো. হানিফ ঢালী, পিতা-আয়নাল হক ঢালী, সাং- গাওদিয়া, লৌহজং, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড। ৫। মো. আউয়াল শেখ, পিতা-হযরত আলী শেখ, সাং-রুসদী, শ্রীনগর, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ (সাত) দিনের কারাদণ্ড।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসট্রেট লৌহজং, মুন্সীগঞ্জ-আব্দুল্লাহ আল ইমরান জানান, তাদেরকে একাধিকবার সতর্ক করার পরেও অবৈধভাবে রাস্তার উপর বাস পার্কিং করার দায়ে অদ্য ঘোলতলী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় ৫ জনকে আটক করা হয় এবং জরিমানা করা হয়। তবে কোথাও কোনো ধরনের অপরাধ ঘটলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় লৌহজং থানা পুলিশ সর্বাত্মকভাবে সহযোগিতা করে।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Link copied!