গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, তেমনি আজকের ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়েও কিছু ব্যক্তি ও গোষ্ঠী তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ার বানাতে চাইছে।”
শুক্রবার সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ, নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি নয়। এটি কোন রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক কৃতিত্বও নয়। জুলাই হলো এদেশের আপামর জনসাধারণের লড়াই-সংগ্রামের প্রতিচ্ছবি।”
নুরুল হক নুর আরও বলেন, “জুলাইয়ের মূল আকাঙ্খা হচ্ছে—এই দেশে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা। একটি বাংলাদেশ, যেখানে ফ্যাসিস্ট স্বৈরশাসক তৈরি হবে না। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা হবেন জনগণের প্রতি দায়বদ্ধ। যারা রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতায় আসে, সেই দিনের অবসান ঘটাতে হবে।”
তিনি বলেন, “জুলাইয়ের নামে যারা দোকান খুলে রাজনীতি করতে চায়, তাদেরও প্রতিহত করতে হবে। এই সংগ্রামে সবাইকে জাগ্রত থাকতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়া।
উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাঁশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ- সভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে