বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের বিশেষ সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত হয়েছে পুরো এলাকা। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে রয়েছে উদ্দীপনা।
শুক্রবার (১৬ মে ) আমিন বাজার, সাভার, ঢাকার সফিউল্লাহ কমিউনিটি সেন্টারে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতি ক্রমে কিছু বিষয়ে সিদ্ধান্ত নেন সংগঠনটি।
সভায় প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন এস এম আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) ড. মোঃ হেলাল উদ্দিন (এনডিসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন ফর মাস এডভান্সমেন্ট নেটওয়ার্ক ডাইরেক্টর ও রিসভা- বাংলাদেশ এ এইচ মোঃ আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান, দ্রুতি ফাউন্ডেশন মোঃ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমিন বাজার ইউনিয়ন পরিষদ হাজী রিয়াজ উদ্দিন ফালান, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি ঢাকা শেখ আন-নাফী।
এছাড়াও সংগঠনটির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক গন এবং সাধারাণ ইলেক্ট্রিশিয়ানরা।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে