হজ পালনের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের মো. ফরিদ সিকদারকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় বাউফল থানার এসআই মো. মাসুদ খলিফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ সিকদারের বিরুদ্ধে প্রতারণা সংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন থানায় চলমান রয়েছে। এর মধ্যে বাউফল থানায় দায়েরকৃত মামলা নং ০৪/০৭/২০২৪-এর আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ ও ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
তাছাড়া সিআর মামলা নং ৩৪০/২৪ ও ১২৪৪/২২-এ চেক প্রতারণা আইনের (N.I. Act) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও রয়েছে আরও একটি সিআর মামলা নং ৬৫৯/২৪।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ফরিদ সিকদার প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭২০ টাকা হাতিয়ে নিয়েছেন। বাদী আবদুল মালেক আনোয়ারী (পিতা: আনোয়ার হোসেন, সাং: কৌখালী, থানা: বাউফল) ছাড়াও আরও তিনজন ভুক্তভোগী রয়েছেন, যাদের কাছ থেকে তিনি অর্থ নিয়েছেন।
অভিযোগ রয়েছে, ফরিদের প্রতারণার কারণে বহু মানুষ হজে যেতে পারেননি। এমনকি মির্জাগঞ্জ, ঢাকা ও ডেমরা এলাকাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানান, "গ্রেফতারকৃত ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।"
একুশে সংবাদ/প.প্র/এ.জে