ময়মনসিংহের নান্দাইলে আকস্মিকভাবে সরেজমিন একদিনে একাধিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) সকালে তিনি ঘোষপালা ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত এস এস সি (দাখিল) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।
এ ছাড়াও ঘোষপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াজ্জেমপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র; মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ, বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেন ইউএনও।
এ সময় ইউএনও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
ইউএনও শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার সার্বিক মান ও পরিবেশ সংরক্ষণ, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
তিনি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন পরিষদে সেবাগ্রহীতাদের জন্য সঠিক সেবা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। সেবা থেকে যেন কেউ বঞ্চিতা না হন।
ইউএনও সারমিনা সাত্তার জানান, বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়সমূহের বাস্তব চিত্র দেখার চেষ্টা করছি। শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষাদান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে