ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে জমি ও পারিবারিক বিরোধের জেরে এক নারীর উপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য আলমগীর খন্দকার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে পূর্ব শ্যামপুর এলাকার আঃ রব মিয়ার নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধভাবে তার মায়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ করে বালু ফেলে দখলের চেষ্টা চালায়।
এ সময় বাধা দিলে আঃ রব মিয়ার নির্দেশে দেশীয় অস্ত্র দিয়ে আলমগীরের মা আয়শা বেগমের মাথায় কোপ মারলে তার ডান কানের লতি কেটে যায়। তিনি বাম হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করলে তার কবজিতেও গুরুতর জখম হয়। এরপর অন্যান্য হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
পরিস্থিতি শান্ত করতে আলমগীরের স্ত্রী মাবিয়া আক্তার এগিয়ে এলে তাকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়। অভিযোগ অনুযায়ী, তাকে মাটিতে ফেলে স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় এবং তার গলায় থাকা ১২ আনার স্বর্ণের চেইন ও কানের ৪ আনার দুল ছিনিয়ে নেওয়া হয়।
এছাড়া হামলাকারীরা তাদের দোকানে ঢুকে তালা ভেঙে ক্যাশবক্স থেকে ১০ হাজার টাকা এবং অন্যান্য মালপত্রসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।
ঘটনার সময় স্থানীয় শিউলী বেগম, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তারসহ আশপাশের কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে