গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ (১৫ মে) বৃহস্পতিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কামালেরপাড়া গ্রামের মৃত সাহেব আলীর পুত্র আফজাল (৬৫), একরামুলের পুত্র মোশারফ (২৬), মকবুল হোসেনের পুত্র মিলন মিয়া (৩০)।
সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনকে চিকিৎসার জন্য এনেছিল। তাদের বিপিসহ বিভিন্ন কিছু চেক করে দেখা গেছে হাসপাতালে আনার কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট পূর্বেই তারা মারা গেছেন। পরে তাদের পরিবারের লোকজন মৃত ব্যক্তিদের নিয়ে গেছেন।
স্থানীয়রা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে