ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজত করে নীরবতা পালন করা হয়।
এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তির সাথে সাম্যের কথা কাটাকাটি হয়। পরে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে বন্ধুরা উদ্ধার অক্রে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকেরা সাম্যকে মৃত ঘোষণা করেন।
বুধবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচির সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করেন।
শোক পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সভাপতি পদপার্থী রোমান আলীফসহ সভাপতি জেলা ছাত্রদল, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বপন শেখ, সভাপতি পদপার্থী জহুরুল ইসলাম, সভাপতি পদপার্থী এস এম জুয়েল রানা, সধারণ সম্পাদক পদপার্থী মারুফসহ অন্যান্য সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/সি.প্র/এ.জে