AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শালিখায় কিশোরীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ


Ekushey Sangbad
মনিরুল ইসলাম, শালিখা, মাগুরা
০৬:০৭ পিএম, ১৫ মে, ২০২৫

শালিখায় কিশোরীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

"বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি"—এই প্রতিপাদ্যে মাগুরার শালিখা উপজেলায় কিশোরীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী এবং চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় সিংড়া সরস্বতী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ।

উল্লেখ্য, দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১১ জন এবং সরস্বতী স্কুল অ্যান্ড কলেজের ৬ জন শিক্ষার্থীসহ মোট ১৭ জন কিশোরীর মাঝে ২ লাখ ৯ হাজার ৬০০ টাকার চেক বিতরণ করা হয়।

এ ধরনের উদ্যোগ বাল্যবিবাহ রোধ ও কিশোরীদের ভবিষ্যৎ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!