গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আসন্ন ঈদুল আযহায় যানজট নিরসনে জাতীয় মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব প্রস্তুতিমূলক ব্যবস্থার অংশ হিসেবে সচেতনতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একমাত্র জাতীয় মহাসড়ক সংলগ্ন ও তার আশেপাশে ধাপেরহাট বন্দরের আন্ডার পার্সসহ অবৈধভাবে কোন রকম অস্থায়ী দোকান স্থাপন করতে না পারে সেজন্য সচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময় ইউএনও রাস্তার দুই ধারে ও আন্ডার পাসের নিচে কোনো রকম দোকান না বসানোর জন্য নির্দেশ দেন। তিনি বলেন, এ নির্দেশনা কেউ অমান্য করলে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
এছাড়া আন্ডার পাসে জাতীয় মহাসড়কে অবৈধভাবে কোনো যানবাহন পার্কিং না করার জন্য চালকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসীম উদ্দীন,সেনা কর্মকর্তা, ওসি (তদন্ত), ধাপেরহাট পুলিশ তদন্তের কেন্দ্রের ইনচার্জ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গাইবান্ধায় ৩২ কিলোমিটার জাতীয় মহাসড়কের মধ্যে সাদুল্লাপুর উপজেলার আওতায় রয়েছে ৭ কিলোমিটার এই সড়কে উত্তরাঞ্চলের ৮ জেলার বিভিন্ন ধরনের হালকা ও ভারী যানবাহন প্রতিনিয়ত চলাচল করে থাকে।
মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতেই উপজেলা প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে