বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন৷
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার ও ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক নাসিমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. ইলিয়াছ ৷ প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপসমূহ, সালিশ ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরনসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন৷
একুশে সংবাদ/মা.প্র/এ.জে