গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালী স্বপ্ন একাডেমিতে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব। প্রতিবছরের ন্যায় এবছরও উৎসবে বিদ্যালয়ের সাড়ে ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় শহরের মোহম্মদপাড়ায় অবস্থিত সোনালী স্বপ্ন একাডেমি চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে এ ফল উৎসবের সূচনা করা হয়।
পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও গাড়িচালকদের হাতে মৌসুমী ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম।
এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে মৌসুমী ফলের গুনাগুন তুলে ধরে বলেন, মৌসুমী ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু আমরা বিদেশি ফলের উপর নির্ভর। আমাদের সকলের উচিত দেশীয় মৌসুমী ফল খাওয়া।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে