ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে প্রাণে রক্ষা পাওয়া নুরুল হকের পরিবার দুদিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এখনও পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ খোঁজ নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালবৈশাখী ঝড়ে লাল হকের ছেলে নুরুল হকের বসতঘর সম্পূর্ণভাবে ধসে পড়ে। সরেজমিনে দেখা গেছে, পুরো ঘরটি মাটির সাথে মিশে গেছে। টিন, বাঁশ, কাঠ সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আশ্রয়হীন পরিবারটি এখন পলিথিন বিছিয়ে আকাশের নিচেই রাত্রিযাপন করছে।
নুরুল হকের স্ত্রী জানান, “ঝড়ের সময় আমি, আমার স্বামী আর দশ বছরের ছেলে আব্দুল্লাহ ঘরের নিচে চাপা পড়ি। স্থানীয় লোকজন আমাদের জীবিত উদ্ধার করে। আমার ডান হাতে ও বুকে আঘাত লেগেছে, এখনও ব্যথায় কষ্ট পাচ্ছি। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। অথচ মেম্বার-চেয়ারম্যান কেউ একবার দেখতে পর্যন্ত আসেননি।”
বিষয়টি জানতে কৈবর্তখালি ওয়ার্ডের ইউপি সদস্য সুমনকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
স্থানীয়দের দাবি, “প্রাকৃতিক দুর্যোগে গৃহহারা হওয়া পরিবারটি অবিলম্বে সরকারি সহযোগিতা এবং পুনর্বাসনের দাবি রাখে। জনপ্রতিনিধিদের উদাসীনতা হতাশাজনক।”
উপজেলা প্রশাসনের কেউ এখনও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়নি বলে জানা গেছে। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :