মোংলায় সাংবাদিকের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুকে ভুয়া (ফেক) আইডি সহ ফেইক পেজ খোলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী সাংবাদিক হলেন স্বদেশ প্রতিদিন ও দৈনিক যশোর পত্রিকার মোংলা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা (রেজা মাসুদ)।
সম্প্রতি সাংবাদিক মাসুদ রানা তার নিজস্ব ফেসবুক আইডি থেকে কাজ করার সময় হঠাৎ নিজের নাম ও ছবি ব্যবহার করে খোলা একাধিক ফেসবুক আইডি সহ ব্লু টিক সহ ফেইক পেজ তার চোখে পড়ে। সেই ভুয়া আইডি গুলো ব্যাবহার করে ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে কিছু লেখালেখি করা হয়েছে, যা প্রকৃতপক্ষে মাসুদ রানা লেখেননি।
ধারণা করা হচ্ছে, সাংবাদিক মাসুদ রানাকে সামাজিকভাবে হেয় ও বিভ্রান্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই একাধিক ফেইক পেজ সহ আইডিগুলো তৈরি করেছে। সম্প্রতি তার বাচ্চার সাথে শুয়ে থাকার একটি ছবি। তার ফেসবুক থেকে ডাউনলোন করে। সেই ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানোর চেস্টা করে । মোংলার সাধারন মানুষ সহ তার শুভাকাঙ্ক্ষীরা মাসুদ রানা`র পক্ষে জোরালো প্রতিবাদ করে তখন তা সরিয়ে ফেলে স্বার্থন্বেশী ও কুচক্রী মহল।
এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে কে বা কাহার অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য একাধিক আমার নাম ও ছবি ব্যবহার করে ফেইক আইডি ফেইক পেজ খুলে বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার চালাচ্ছে। আমি মাদক নির্মূল নিয়ে বিভিন্ন সময়ে অনলাইন পোর্টালসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের জেরের কারণে এমন অপপ্রচার মাদকের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তি বা স্বার্থন্বেশী মহল শত্রুতা বসত করতে পারে বলে ধারণা করছি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই একটি কুচক্রীমহলের এই অপতৎপরতা। সকলকে সতর্ক থাকার অনুরোধ করছি।”
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্বে আমি একাই বিভিন্ন শিরোনামে পত্রিকায় মাদক ব্যাবসায়ীদের নাম সহকারে নিউজ প্রকাশ সহ আমার নিজস্ব রেজা মাসুদ ও মাসুদ রানা নামের ফেসবুক আইডি দিয়ে প্রতিবাদ গড়ে তুলি। যা মোংলা উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা রামপাল, মোড়েলগঞ্জ ব্যাপক মাদক বিরোধী সচেতনতা বৃদ্বিতে সাড়া ফেলে ।
থানা পুলিশ সহ বিভিন্ন প্রশাসন মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতেও সক্ষম হয়। আমার ধারণা মাদক ব্যাবসায়ীরা বা কোন স্বার্থন্বেশী মহল ক্ষিপ্ত করতে আমাকে হেয় করতে এমন জঘন্য কাজ করছে। যা সম্পূর্ণ অপরাধ মুলক কর্মকান্ড।
সাংবাদিক মাসুদ রানা মোংলা থানায় এ বিষয় নিয়ে দুই টি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে আরো অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন “সাংবাদিক মাসুদ রানা ( রেজা মাসুদ) থানায় এসে আমার সাথে দেখা করে তার নাম ও ছবি ব্যাবহার করে একাধিক ফেইক আইডির বিষয়ে জানালে। আমি তাকে সাধারণ ডায়েরি করা সহ আইনী পরামর্শ দিয়েছি।পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

