AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৯:৫৬ পিএম, ১০ মে, ২০২৫

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে দুই ভাই নিখোঁজ

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাইয়ের বাড়ি দেলদারগঞ্জ এলাকায়। তারা আমিনুল ইসলামের সন্তান এবং বর্তমানে চর জলাঙ্গারকুঠি গ্রামের নানা ইসলাম আলীর বাড়িতে বসবাস করছিল। পারিবারিক সূত্রে জানা যায়, ছয় বছর আগে তাদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে মা ইসমোতারার দ্বিতীয় বিয়ের পর দুই ভাই নানার বাড়িতে চলে আসে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইমরান ও ইব্রাহিম তাদের সহপাঠী রাফি ইসলাম (১৩) সহ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে রাফি কোনো রকমে তীরে উঠতে পারলেও বাকি দুই ভাই স্রোতের টানে তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম। তিনি বলেন, “ঘটনার পর স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নেমেছে, কিন্তু এখনও তারা নিখোঁজ রয়েছে।”

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “এখনো বিষয়টি জানা ছিল না, তবে এখনই খোঁজ নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Shwapno
Link copied!