আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে তা অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনে রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন কিংবা সমর্থকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া পরিচালনার সুযোগ রাখা হয়েছে।
একইসঙ্গে, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সমস্ত রাজনৈতিক ও সাইবার কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।
উপদেষ্টা পরিষদ জানিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :