নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ২টার দিকে নলডাঙ্গার ছাতারভাগ ডাকাতিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শনিবার (১০ মে) দুপুরে তাকে নাটোর আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন উপজেলা বিএনপির নেতা জিল্লুর রহমানের ওপর হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
গ্রেপ্তার হওয়া মনিরুজ্জামান মনির ছাতারভাগ ডাকাতিয়া গ্রামের মৃত শফি উদ্দিন মণ্ডলের ছেলে এবং আওয়ামী লীগের পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :