নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গঙ্গারামপুর গ্রামের ছাত্রলীগ নেতা আসলাম হোসেন টিপু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হটোইর গ্রামের প্রদীপ সরকার (৪৫), হোসেনপুর গ্রামের হেলাল উদ্দিন (৩২) এবং তুড়ুকগ্রামের নুর হোসেন (৪০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, চলমান নাশকতা মামলার ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করে শনিবার (১০ মে) সকালে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া, নিয়মিত মামলায় আটক অন্যান্য আসামিদেরও একই দিনে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে বা মামলাটির পটভূমি কী—তা এখনো পুলিশ বিস্তারিতভাবে জানায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :