AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৫ পিএম, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে তা অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনে যেকোনো রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন ও সমর্থকদের ট্রাইব্যুনালের আওতায় এনে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে।

বৈঠক-পরবর্তী এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মী, এবং ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষার স্বার্থে দলটির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে:দলীয় সভা-সমাবেশ, রাজনৈতিক প্রচারণা, অনলাইন বা সাইবার কার্যক্রম, অঙ্গসংগঠনের যাবতীয় কর্মসূচি ।

আইন উপদেষ্টা জানান, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও প্রয়োজনীয় সরকারি প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এছাড়া, বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চূড়ান্তভাবে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা নতুন রাজনৈতিক রূপরেখার ভিত্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ আ.ট/এ.জে

Shwapno
Link copied!