AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৯:৫০ পিএম, ১০ মে, ২০২৫

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে সুন্দরবন রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় করণীয় বিষয়ক একটি দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‍‍`রূপান্তর‍‍`-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী ও প্রকল্প কর্মকর্তা সাহিদা বানু সোনিয়া এবং সঞ্চালনায় ছিলেন হারিসুল ইসলাম। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন, ইয়ুথ ফর দ্য সুন্দরবনের মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক রাসেল রায়হান, ভান্ডারিয়ার আহ্বায়ক জহিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ থেকে সূর্বনা আক্তার, সুলতানা আক্তার, শায়লা জাহান, সোয়েব আহমেদ, সুয়াদসহ আরও অনেকে।

সভায় সুন্দরবনের পরিবেশে প্লাস্টিক ও পলিথিন দূষণের ভয়াবহতা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও স্টেকহোল্ডারদের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণের কৌশল নিয়ে আলোচনা করেন। পিরোজপুরসহ পাঁচ জেলার ১৭টি উপজেলার যুব প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।

বক্তারা বলেন, সুন্দরবনের সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, স্থানীয় তরুণ সমাজকেও এগিয়ে আসতে হবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তা একটি স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

Shwapno
Link copied!