AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত



মান্দায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, প্রাথমিক শিক্ষাকে জোরি’—এই স্লোগানে নওগাঁর মান্দায় পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। শনিবার (১০ মে) বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, সহকারী শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন ও শফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নাজমুল হুদা, প্রধান শিক্ষক মামুনুর রশীদ ও ফিরোজ্জামান সেন্টু, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “প্রাথমিক শিক্ষার ভিত্তি যত মজবুত হবে, আগামীর বাংলাদেশ ততই সমৃদ্ধ হবে। এই শিক্ষা সপ্তাহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।”

পরে চিত্রাঙ্কণ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ। উপজেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড় উঠেছে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Shwapno
Link copied!