AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত: ১৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত



ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত: ১৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক, পয়েন্টম্যান বরখাস্ত

ফরিদপুরের ভাঙ্গা জংশনে লাইনচ্যুত হয় ঢাকা-খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু রেলপথে প্রায় ১৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। শনিবার (১০ মে) সকাল ১০টা ১৮ মিনিটে যাত্রীবাহী বগিগুলো এবং দুপুর ২টার দিকে ইঞ্জিন ও লাগেজ ভ্যান খুলনার উদ্দেশে রওনা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার সুমন হোসেন।

রেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতের দিকে ট্রেনটি ভাঙ্গার বামনকান্দা জংশনে পৌঁছালে অনভিজ্ঞ পয়েন্টম্যান নজরুল ইসলাম ইঞ্জিন মাস্টারকে না জানিয়ে লাইনের পজিশন পরিবর্তন করেন। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনায় ট্রেন চলাচলে বিশৃঙ্খলা তৈরি হয় এবং যাত্রীদের দীর্ঘ সময় স্টেশনেই অপেক্ষা করতে হয়।

স্টেশন মাস্টার সাকিব হাসান জানান, “দুর্ঘটনার জন্য পয়েন্টম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিছু যাত্রী রাতেই বিকল্প যানবাহনে গন্তব্যে রওনা দেন, বাকিরা সারারাত বগিতে কাটান। ক্ষতিগ্রস্তদের অনেককেই ভাড়া ফেরত দেওয়া হয়েছে।”

এ সময় রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল বন্ধ থাকে। তবে শনিবার সকাল সাড়ে দশটার পর অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। রেল কর্তৃপক্ষ আশা করছে, আগামীকাল (রবিবার) থেকে পুরো রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Shwapno
Link copied!