বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো নাক-কান-গলার জটিল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। এটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নব দিগন্তের সূচনা বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শওকত আলী।
শনিবার (১০ মে) অপারেশন পরবর্তী রোগী ভালো আছেন বলে তিনি জানান।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই জটিল অপারেশন সম্পন্ন হয়। নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. চিরঞ্জীব সিনহা পলাশের নেতৃত্বে এই জটিল অপারেশন সম্পন্ন করা হয়।
একুশে সংবাদ/ব.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :