ফরিদপুরের সালথা উপজেলার রাঙ্গারদিয়া গ্রামে আকিকার মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৯ মে) রাত থেকে শনিবার (১০ মে) সকাল পর্যন্ত সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গারদিয়া গ্রামের নান্নু মেম্বারের সমর্থক উজ্জল মোল্যার সঙ্গে জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্যার আকিকার মাংস ভাগাভাগি নিয়ে প্রথমে কথাকাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকেরা রাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শনিবার সকালেও উত্তেজনা ছড়ায়।
সংঘর্ষে আজিজুর (২৮), মিরাজ মোল্যা (৩৫), কামাল হোসেন (২৫), ছায়েম হোসেন (৩৫), সালাম সরদার (৪৭), রোকমান শেখ (৫৫), রেহেনা বেগম (৫০) ও সেতু আক্তার (২০) সহ অন্তত ১৫ জন আহত হন।
দুই পক্ষের সংঘর্ষে প্রায় ২০-২৫টি বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আতঙ্কে গ্রামজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, "দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধের জের এবং আকিকার মাংস ভাগাভাগি ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে