ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে `অপারেশন ডেবিল হান্ট`-এর আওতায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এক যুবলীগ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ মে) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল (৫৮), যিনি এলাকায় কামাল ব্যাপারী নামে পরিচিত এবং মগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার বাসিন্দা যুবলীগ সদস্য শফিকুল ইসলাম (৩৭), পিতা শহিদুল ইসলাম।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, “বিশেষ অভিযান ‘অপারেশন ডেবিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) তাদের দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এ অভিযান নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :