ধামরাইয়ে অভিনব কৌশলে প্রাইভেকারে যাত্রী তুলে অপহরণের ঘটনা ঘটেছে। পরে মুক্তিপণের জন্য বিভিন্নস্থানে ঘুরানোর সময় ভুক্তভোগীর চিৎকারে চার অপহরণকারী আটক করেছে পথচারীরা।
শুক্রবার (৯ মে) দুপুরে ধামরাই উপজেলার চাওনা এলাকায় এঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- জয়নাল (৩৮), মোশারফ হোসেন (৪২), মেহেদী হাসান (২৭) ও আব্দুল আজিজ (৩২)। অপরদিকে অপরণের শিকার হয়েছিলেন- বগুড়া জেলার ধুলট থানার কাশিয়াহাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও একই এলাকার গোলাম হোসেনের ছেলে টুটুল মিয়া (৩০)।
পুলিশ জানায়, সকালে রফিকুল ও টুটুল আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে বগুড়ার উদ্দেশ্যে আসেন। পরে তারা গাড়ির জন্য অপেক্ষা করা কালীন সময়ে একটি প্রাইভেটকার এসে জিজ্ঞাসা করে তারা দুইজন কোথায় যাবে। পরে রফিকুল ও টুটুল গন্তব্য বলে ও ভাড়ায় ঠিক করে প্রাইভেটকারে ওঠে। এসময় প্রাইভেটকারে ড্রাইভারসহ চার জন ছিলেন। এরপরে প্রাইভেটকার বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় এবং জিরানী এলাকায় পৌছালে যাত্রীবেশে থাকা তিনজন রফিকুল ও টুটুলের হাত, মুখ ও চোখ বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন এবং তাদের বাড়িতে স্বজনের কাছে ফোন করে আরো মুক্তিপণ দাবি করে। সেসময় অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্নস্থানে ঘুরাতে থাকে এবং এক পর্যায়ে তাদের ধামরাইয়ের চাওনা এলাকায় নামিয়ে দেন। তখন তাদের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চাওনা থেকে চার অপহরণকারীকে পথচারীরা পুলিশে সোপর্দ করেছে। মূলত একটি প্রাইভেটাকারে যাত্রীবেশে থাকা তিনজন ও চালক দুই ব্যক্তিকে প্রাইভেকারে করে বগুড়া নেওয়ার কথা বলে অপহরণ করেছিল। তবে অপহরণকারীরা দুই অপহৃত ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/সা.প্র/এ.জে