রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর তালঠি গ্রামে কু-প্রস্তাবে রাজি না হওয়া এবং জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে দীর্ঘ এক বছর ধরে সমাজচ্যুত করে একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রবি কিস্কু জানান, গত বছরের জুলাই মাসে জমি নিয়ে বিরোধের জেরে কিছু ব্যক্তি তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করতে মোড়ল জসেপ সরেনের নেতৃত্বে উদ্যোগ নেন। তিনি আরও অভিযোগ করেন, গ্রামের দোকান থেকে কেনাকাটা করা, স্থানীয়দের সঙ্গে কথা বলা, এমনকি তার সন্তানদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে।
রবি কিস্কুর স্ত্রী জুলিতা মুরমু অভিযোগ করেন, তার স্বামী বাইরে কাজে গেলে অভিযুক্তরা তাকে কু-প্রস্তাব দেয় এবং তা প্রত্যাখ্যান করায় তারা প্রতিশোধ হিসেবে পরিবারটিকে সমাজচ্যুত করে। জুলিতা আরও বলেন, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাকে প্রলোভন দেখিয়ে ক্লাব ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, পরিবারটির ভোগদখলকৃত সরকারি খাস জমিতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জুলিতা বলেন, তার বাড়ির বাঁশের বেড়া ও টিনের ছাউনি ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. গাফফার বলেন, “আমি বিস্তারিত জানি না, শুধু শুনেছি।”
ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, “জমি-জমা নিয়ে বিরোধের কথা শুনেছি, বাকিটা জানি না।”
তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, “একঘরে করার কোনো আইনগত ভিত্তি নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, “বিষয়টি জেনেছি, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।”
ভুক্তভোগী পরিবারটি জানায়, তারা চরম মানবেতর জীবন যাপন করছেন, কেউ সাহায্যের হাত বাড়ালে সেটিও বন্ধ করে দেওয়া হয়। এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে দেওয়া হয় না।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :