AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় গণমিছিল



সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে ডিমলায় গণমিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে নীলফামারীর ডিমলায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিকেলে ‘তুহিন সমর্থক গোষ্ঠী’র ব্যানারে আয়োজিত গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী। বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, যুবদল নেতা তইবুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হালিমুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, "সাবেক সংসদ সদস্য তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর রংপুর বিভাগে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"

উল্লেখ্য, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে গুলশান থানায় দুদক পৃথক দুটি মামলা দায়ের করে। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুটি ধারায় তাকে তিন বছর ও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। উভয় সাজা একত্রে কার্যকর হওয়ায় সর্বোচ্চ পাঁচ বছর সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়। এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালেই তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার ১৭ বছর পর, গত ২৯ এপ্রিল ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তার মুক্তির দাবিতে ডিমলায় ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও তুহিন সমর্থক গোষ্ঠী।

 


একুশে সংবাদ/নী.প্র/এ.জে

Shwapno
Link copied!