প্রচার-প্রচারণা ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের গর্ভনিং বডির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কলেজ কর্তৃপক্ষ ১৮ মে ২০২৫ তারিখে এই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিলেও, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই তফসিল সম্পর্কে অবগত নন।
কলেজ সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে খসড়া ভোটার তালিকা ২৮ এপ্রিল প্রকাশ করা হয়, আপত্তি গ্রহণ ৩০ এপ্রিল, চূড়ান্ত ভোটার তালিকা ৪ মে, মনোনয়নপত্র বিতরণ ৬ মে পর্যন্ত এবং জমাদানের শেষ তারিখ ৭ মে বিকেল ৪টা। যাচাই-বাছাই ৮ মে, প্রার্থিতা প্রত্যাহার ১২ মে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
অভিভাবক হারুন রশীদ তালুকদার জানান, “আমি আজ জানতে পেরেছি নির্বাচনের কথা। মনোনয়নপত্র কিনতে গিয়েও তা পাইনি।”
অভিযোগ রয়েছে, কলেজে কোনো আনুষ্ঠানিক প্রচার ছাড়াই নোটিশ বোর্ডে তফসিল টানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও, ৬ মে দুপুরে সাংবাদিকরা সেখানে কোনো নোটিশ দেখতে পাননি।
অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের অনুমতি পেয়েছি। প্রচার-প্রচারণার সময় না থাকায় কিছুটা সীমাবদ্ধতা ছিল। তবে তফসিল যথাযথভাবে ঘোষণা করা হয়েছে।”
ভোটার সংখ্যা ১,৯৪৫ জন হলেও দুপুর ২টা পর্যন্ত কেউ মনোনয়নপত্র কেনেননি বলে জানা গেছে। মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা (অফেরতযোগ্য)।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :