চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি অনুমতি ছাড়াই জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে শুকুর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সীমান্ত ইউনিয়নের নৌকোর খালের পাশের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টরের চালকেরা তাদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেন। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় শাখারিয়া গ্রামের শুকুর আলীকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৭ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৫ (১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা জানান, "বিনা অনুমতিতে মাটি কাটায় একজনকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
একুশে সংবাদ/চু.প্র/এ.জে