AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ পৌরসভায় নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন প্রশাসক হাবিবউল্লাহ, বেড়েছে নাগরিক সেবার মান



মোরেলগঞ্জ পৌরসভায় নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন প্রশাসক হাবিবউল্লাহ, বেড়েছে নাগরিক সেবার মান

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবউল্লাহ। এ বছরের (২৩ ফ্রেব্রুয়ারি) তিনি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

ওই দিন থেকেই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন মো. হাবিবউল্লাহ । ক্লান্তিহীন,পরিশ্রমী এই কর্মকর্তা সকাল থেকে রাত অবধি উপজেলায় তার দপ্তরে বসে জনসাধারণের সেবা দিয়ে যাচ্ছেন। 
সময় পেলেই ছুটে যাচ্ছেন পৌরসভায়, উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসায় ও সরকারের বিভিন্ন প্রকল্প পরিদর্শনে।

পৌর প্রশাসক হাবিবউল্লাহ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে  বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এবং পৌরসভার প্রশাসক হিসেবে এটা তার প্রথম পদায়ন।

বঙ্গোপসাগর উপকূলবর্তী ৬ বর্গমাইলের মোরেলগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিয়ে পৌর পরিষদের সদস্যদের সাথে নিয়ে পৌরসভার কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে তিনি পৌরসভার প্রতিটি নাগরিকের সঠিক সেবা প্রদানের লক্ষ্যে জন্ম নিবন্ধন, নাগিরিক সনদ, প্রত্যায়ন পত্র, ওয়ারিশ সনদ, নতুন হোল্ডিং, ট্রেড লাইসেন্সসহ চলমান উন্নয়ন কাজ তদারকি করছেন।

পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধির জন্য প্রশাসক হাবিবউল্লাহ সভা, সেমিনার করছেন, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা প্রদান সহ নানাবিধ বিষয়ে কাজ করছেন তিনি। এ নিয়ে সেবা প্রত্যাশীরাও সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে "ক" শ্রেণির এই মোরেলগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বিসিএস ৩৬তম ব্যাচের মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। স্থির বুদ্ধিমত্তা, অধ্যবসায়ী মনোভাবের মাধ্যমে  অফিসের নির্ধারিত সময়ে তিনি সাধারণ মানুষের কথা শুনছেন, সেবাপ্রত্যাশীদের সমস্যার সমাধান করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক হাবিবউল্লাহ  কোনো একটা সেমিনারে বলেন, সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য গত (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪থ এর ধারা-৪২ক এর উপধারা মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পৌরসভার প্রশাসক নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগকৃত প্রশাসকগণ স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করছেন মো. হাবিবউল্লাহ। 
 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

Shwapno
Link copied!